মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে নিহত, আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে বাদীপক্ষ। মাদারীপুরে নিহতরা হলেন- দীপ্ত দে, রোমান ব্যাপারী ও তাওহীদ সন্নামত। এ ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ রয়েছে। তারা নানাভাবে এলাকায় প্রভাব বিস্তার করছে। দীপ্ত দে নিহতের ঘটনায় জেলা যুবদল নেতা মামুন চৌধুরী বাদী হয়ে আদালতে মামলা করেছেন। তাওহীদ সন্নামত নিহতের মামলার বাদী জেলা ছাত্রদল সদস্য সচিব কামরুল হাসান। রোমান নিহতের ঘটনায় তার স্ত্রী কাজল মামলা করেন।  তাওহীদ নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খানের নাম রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ এ মামলার আসামি ৯২ জন। দীপ্ত হত্যা মামলার আসামির মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নূর-ই আলম চৌধুরী, শাজাহান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। ওসি এ এইচ এম সালাহউদ্দিন আহমেদ বলেন- ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর