মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

৩৫০ বছরের ঐতিহ্যবাহী জমিদারবাড়ি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

৩৫০ বছরের ঐতিহ্যবাহী জমিদারবাড়ি

কুমিল্লার তিতাস উপজেলার সাড়ে তিন শ বছরের ঐতিহ্যবাহী মজিদপুর জমিদার বাড়ি। বাড়িটি দেখতে এখনো প্রতিদিন পর্যটকের ভিড় লেগে থাকে।  ১৬৫৮ সালে ইস্টইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা এ দেশে এসে বিভিন্ন এলাকায় তাদের সুবিধার্থে জমিদার নিয়োগ করেন। জমিদারদের কাজ ছিল নির্দিষ্ট এলাকায় প্রজাদের কাজ থেকে খাজনা আদায়সহ ইস্টইন্ডিয়া কোম্পানি বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা। অষ্টাদশ শতাব্দিতে শ্রী রামলোচন রায় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। বাড়িতে ১৭টি ভবন, জমিদারদের ব্যবহারের একটি দিঘী ও ২০টি পুকুর খনন করা হয়। মজিদপুর জমিদার বাড়ি তিতাস উপজেলার মজিদপুরে অবস্থিত। এ জমিদারির আওতায় মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগরের কিছু অংশ ছিল। শ্রী রামলোচনের পর তার বংশধররা দীর্ঘ ২০০ বছর জমিদারি দেখাশোনা করেন। জমিদার বংশের কয়েকজনের নাম ইতিহাস থেকে ও এলাকার প্রবীণদের কাছে জানা গেছে। তারা হলেন- বিহারী মোহন রায়, রামলোচন রায়, শশী মোহন রায়, শরৎচন্দ্র রায়, মোহিনী মোহন রায়, ক্ষিতিষ চন্দ্র রায় প্রমুখ। জমিদার বংশধরদের নানা দুর্নামের পাশাপাশি কিছু সু-খ্যাতিও রয়েছে। বংশধরদের একজন ক্ষেত্র মোহন রায়। যিনি তিতাস উপজেলার প্রথম এন্ট্রাস পাস, প্রথম গ্র্যাজুয়েট এবং আইনজীবী। আরেকজন উপেন্দ্র চন্দ্র রায় তিতাস উপজেলার প্রথম গ্র্যাজুয়েট ডাক্তার হয়েছিলেন।

সর্বশেষ খবর