মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সীমান্তে আওয়ামী লীগ নেতাসহ আটক ২

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতে পালানোর সময় কুমিল্লার এক আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৫) বিজিবির হাতে ধরা পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া এলাকায় তাকে আটক করে বিজিবি। গতকাল বিজিবি তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার। গ্রেপ্তার জহিরুল কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। বিজিবি সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টায় সীমান্ত পিলার ২০২৯/এম এর কাছে সুতারমোড়া এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে গতকাল বিজিবি তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে ধর্মপুর রেলগেট এলাকায় জমি দখল ও অস্ত্রের মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের জনি পাশা (৩৩) নামে এক যুবক আটক হয়েছে। রবিবার রাতে উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

সর্বশেষ খবর