বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক জহুরুল।

পুলিশ জানায়, রবিবার ও সোমবার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের কিছু নেতা এসব সরকারি সুবিধাভোগীর কার্ড আত্মগোপনে রেখে এ সুবিধা ভোগ করে আসছিলেন। চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু বলেন, ‘ভিজিএফ কার্ডধারীদের যে চাল দেওয়া হয় তা অনেকেই খেতে পারেন না। ধুনট থানার এসআই মুঞ্জুর মোর্শেদ জানান, ১২ বস্তায় ৩৬০ কেজি চাল জব্দ করা হয়।

সর্বশেষ খবর