বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী রাতুলের দাফন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জুনায়েদ ইসলাম রাতুলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, পৌর কাউন্সিলর মেহেদী হাসান হিমু, পরিবারের পক্ষ থেকে জিয়াউর রহমান, আমির হামজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সাল আহমেদ, ইমাম হোসাইন ইমন, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, ৫ আগস্ট বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গিয়েছিল উপশহর পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাতুল। ওইদিন বিকালে ছাত্র-জনতার মিছিল যখন বগুড়া সদর থানার দিকে যাচ্ছিল তখন পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় রাতুল। পরে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর