বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে উদ্যোগ

দিনাজপুর প্রতিনিধি

শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে শ্রমজীবী শিশু পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে পিসিভি-পিএনএস প্রকল্পের আওতায় চেহেলগাজী ইউনিয়নের আদিবাসী খাটাংপাড়া গির্জা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে সন্তানকে ফিরিয়ে এনে স্কুলমুখী করতে এ বকনা বাছুর প্রদান করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং তাদের পড়াশোনায় সম্পৃক্ত ও শিশুদের অভিভাবকদের স্বাবলম্বী করতে বকনা বাছুর যথেষ্ট অবদান রাখবে। আসুন সবাই মিলে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ি।

সর্বশেষ খবর