বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ হেক্টর কলাবাগান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ হেক্টর কলাবাগান

ঝড়ে ক্ষতিগ্রস্ত কলাবাগান -বাংলাদেশ প্রতিদিন

সখীপুরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়েছে ৫০ হেক্টর জমির কলাবাগানসহ বিভিন্ন গাছ ও বাড়িঘর। উপজেলার কালিদাস, বগা প্রতিমা, ছোট মৌশা, প্রতিমা বংকী, মুচারিয়া পাথার, কুতুবপুর, বড়চওনা ও হতেয়া এলাকার ওপর দিয়ে সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঝড় বয়ে যায়। সরেজমিন দেখা যায়, হাজার হাজার কলাগাছ ভেঙে পড়ে আছে। বেশকিছু গাছে কলার কাঁদি বের হয়েছে কিন্তু ফল পরিপক্ব হয়নি। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস জানান, এ বছর সখীপুরে প্রায় ৪৫০ হেক্টর জমিতে কলাগাছ লাগানো হয়েছে। ঝড়ে ৫০ হেক্টরেরও বেশি জমির গাছ ভেঙে গেছে। এ উপজেলায় রঙিন সাগর, হিমসাগর ও সবরি কলার চাষ বেশি হয়। কালিদাস গ্রামের আলমগীর হোসেন বলেন, এ বছর আমি ৭ হাজার কলা গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে ৪ হাজার ছিল সবরি কলা। আকস্মিক ঝড়ে প্রায় সব সবরি কালাগাছ ভেঙে গেছে। প্রতিটি গাছে ৩০০ টাকা খরচ হয়েছে। দুই-আড়াই মাস পড়ই কলা বিক্রি করতে পারতাম। সোলাপ্রতিমা গ্রামের হায়দার আলী বলেন, ধারদেনা করে ৫০০ কালাগাছ লাগিয়েছি। কৃষি কর্মকর্তা নিয়ান্তা বর্মণ বলেন, ঝড়ে অন্য ফসলের তুলনায় কলা বাগানের বেশি ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর