শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুই বছর পর সাবেক এমপি শাহজাহান খান হত্যায় মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা-দশমিনা আসনের সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় দুই বছর পর মামলা হয়েছে। নিহতের ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি করেন। এজাহার নামীয় আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনকে। মামলায় আরও ১০০-১৫০ জনকে দেখানো হয়েছে অজ্ঞাত আসামি। সদর থানার ওসি মো. জসিম বলেন- শিপুল খানের লিখিত অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হয়।

মোটরসাইকেলে মহাসমাবেশ যাওয়ার পথে শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেত-কর্মীর ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। গুরুত্বর আহত হন শাহজাহান খান। ওই বছরের ২৮ নভেম্বর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সর্বশেষ খবর