শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

শহীদ পাঁচ পরিবারকে সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ পঞ্চগড়ের পাঁচজনের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল শহীদদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর এবং সমস্যার কথা শুনেছেন জেলা প্রশাসক সাবেত আলী। রবিউল ইসলামের সাগর রহমান ৫ আগস্ট, আবু ছায়েদ ১৯ জুলাই, সুমন ইসলাম ৫ আগস্ট, শাহাবুল ইসলাম ৪ আগস্ট এবং সাজু ইসলাম ১২ আগস্ট মারা যান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলমুল তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নাজির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড আমিনুল হক তারেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মখলেছুর রহমান সান উপস্থিত ছিলেন। শহীদদের পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে যোগ্যতাভিত্তিক চাকরির ব্যবস্থা, চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এ সময় শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর