রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
টঙ্গী

ছিনতাইকারীদের দখলে রাতের টঙ্গী

♦ বাড়ছে নানা ধরনের অপরাধ ♦ আতঙ্কে এলাকাবাসী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সন্ধ্যার পর অনিরাপদ হয়েছে উঠছে ছিনতাইকারীদের উৎপাতে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকার বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্র্মকা  একের পর এক ঘটছে। কেউ তার সর্বস্ব্য হারাচ্ছে, আবার কেউ প্রাণও দিচ্ছে। পুলিশি কার্যক্রম নিষ্ক্রিয় থাকায় ভুক্তভোগীরা এখন থানায়ও যাচ্ছেন না। তবে অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এলাকাবাসী জানায়, টঙ্গীতে সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, ছিনতাই আতঙ্কে এলাকাবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার কারণে দিন দিন বাড়ছে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। টঙ্গীর বেশ কয়েকটি স্পটের মধ্যে উল্লখযোগ্য টঙ্গী স্টেশনরোড ও উড়াল সেতু, নতুন বাজার, রেল স্টেশন, টঙ্গী বাজার ও উড়াল সেতু আবদুল্লাহপুর, নদী বন্দর, হাজী মাজার বস্তি, মিরেশ পাড়া, আরিচপুর, শিলমুন, মরকুন, হকের মোড়, আমতলী, নিমতলী, টঙ্গী রেল ব্রিজ, সান্দার পাড়া, দত্তপাড়া, আউচপাড়া, গাজীপুরা, মুদাফা, প্রত্যাশা মাঠ, এরশাদ নগর বাশপট্টি, খরতৈল, সাতাইশ বাগানবাড়ি, মোল্লাবাড়ি রোড, হোসেন মার্কেট, বড় দেওড়া, সিংবাড়ি মোড়, সফিউদ্দিন সরকার একাডেমি রোডের মাথা, কলেজ রোড, কামারপাড়া রোডের মাথা, গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরা খাঁ-পাড়া দিঘীরপাড়সহ বিভিন্ন এলাকা সন্ধ্যার পর চলে যায় ছিনতাইকারীদের দখলে। ৩ গত সেপ্টম্বর রাতে এরশাদ নগর টেকবাড়ি সড়কের পাশে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উড়াল সেতুর ওপর থেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 

ওসি মামুনুর রশিদ বলেন, ছিনতাই রোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশি কোনো ভূমিকা নেই বললেন স্থানীয় বাসিন্দারা।

 

সর্বশেষ খবর