রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক পাচ্ছে ২০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক, যশোর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে ঋষি সম্প্রদায়ের ২০০ পরিবারের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন ও জেলা পরিষদ। এরমধ্যে ৪৩ পরিবারকে গতকাল এ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিকালে জেলা প্রশাসনের সভাকক্ষ ঋষি সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুর মিলনমেলায় পরিণত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন। পরে অতিথিরা প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার ভোজ্য তেল, এক কেজি সেমাই ও এক কেজি চিনি বিতরণ করেন। এ ছাড়া এসব পরিবারের প্রতিটি শিশুকে দেওয়া হয় নতুন পোশাক। প্রধান অতিথি বলেন- খাদ্যসামগ্রী ও নতুন পোশাকের অভাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন দুর্গা পূজার আনন্দবঞ্চিত না হয় সেজন্য এ আয়োজন। প্রথম দফায় ৪৩ পরিবারের মাঝে খাদ্য ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পূজার আগেই পর্যায়ক্রমে ২০০ পরিবার উপহারসামগ্রী পাবে।

সর্বশেষ খবর