সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

৫৭ দিন পর কবর থেকে তোলা হলো শহীদের লাশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শ্রমিক ওমর ফারুকের লাশ ৫৭ দিন পর আদালতের নির্দেশে গতকাল কবর থেকে তোলা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেক মূহিত বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওমর ফারুকের লাশ কবর থেকে তুলে পাঠানো হয়েছে মর্গে। পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা দিয়ে বাসায় যাওয়ার পথে পুলিশের গুলিতে ওমর ফারুক নিহত হন। তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন। ৬ আগস্ট লাশ এনে স্বজনরা তার বাড়ি চরফ্যাশনের নুরাবাদে দাফন করেন।

সর্বশেষ খবর