সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় এক নারী পুলিশ কনস্টেবলসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজারে সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন, রংপুরের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের আনোয়ার হোসেন (৫০)। নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিফাত (২৬) ও ইকরাম হোসেন সোহেল (২৮)। খুলনা : ট্রাকচাপায় বাইক আরোহী ফারজানা ইয়াসমিন (২৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার রাতে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ঢাকার মহাখালীর আবদুল গনির ছেলে। গোপালগঞ্জ : কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহত টিটুল মোল্লা কাশিয়ানী উপজেলার বাসিন্দা।