মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রুমা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে। রুমা গোপালগঞ্জের মুকসুদপুরের পদ্মকান্দা গ্রামের ভ্যানচালক দেলোয়ারের স্ত্রী। মৃতের দেবর তাহের শেখ জানান, তার ভাবির মাঝে মধ্যে তার পেটে প্রচ- ব্যথা হতো। শনিবার কেয়ার হাসপাতালে গেলে রুমার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরিবারকে জানায় তার এপেন্ডিসাইটিস হয়েছে এবং রাতেই অপারেশন করাতে হবে। যে ডাক্তার দিয়ে অপারেশন করানোর কথা ছিল তাকে বাদ দিয়ে অন্য একজন অপারেশন করেছেন। অপারেশনের পর রুমার অবস্থা খারাপ হলে ফরিদপুর মেডিকেলে রেফার করে। ফরিদপুর আনার পথে মারা যান তিনি। কেয়ার হাসপাতাল মালিক মামুন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়। সিভিল সার্জন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর