বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বেনাপোল কাস্টমসে কাগজপত্রবিহীন দেড় কোটি টাকার শাড়ি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল কাস্টমস সোমবার রাতে কাগজপত্র বিহীন ভারতীয় শাড়ির বড় একটি চালান জব্দ করেছে। চালানের ওজন ১৭ হাজার কেজি। শুল্ককরাদিসহ কাপড়ের মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। চালানটি শুল্ক ফাঁকি দিয়ে বন্দর থেকে বের করা হচ্ছিল। বন্দরের শেডে পণ্য চালানটি কে বা কারা রেখেছেন সে বিষয়ে জানা যায়নি। বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির গতকাল অবৈধ পণ্য চালান জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।  কাস্টম হাউস কমিশনার কামরুজ্জামান বলেন, জব্দ কাপড়ের চালানটি যথাযথ কাগজপত্র ছাড়াই আমদানি করা হয়েছিল। একটি চক্র এর সঙ্গে জড়িত। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর