শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাত ঠেকাতে তালবীজ বপন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

‘তালবীজ বপন করুন, বজ্রপাত থেকে দূরে থাকুন’ এ স্লোগানে নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাত ঠেকাতে তালবীজ বপন করা হয়েছে। কাকরকান্দী ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রাম থেকে সুতানাল পুকুরে যাওয়ার সড়কের দুই পাশে গতকাল ১৫০ তালের বীজ বপন করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন ‘বনলতা সংঘ’ বীজ বপনের আয়োজন করে।

সূত্র জানায়, বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপণে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়া তালের পাতা ঘরের ছাউনি, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। কান্ডবাড়ি ও ডিঙি নৌকা তৈরির কাজে লাগে। তালের শাঁস পুষ্টিকর খাদ্য। রস থেকে গুড়, পাটালি ও মিছরি তৈরি হয়। সেজন্য তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। একটি তাল গাছ প্রায় ১০০ বছর বাঁচে। বনলতা সংঘের সভাপতি মোখলেছুর রহমান বুলবুল বলেন, দেশে প্রতি বছর হাজার হাজার লোক বজ্রাঘাতে মারা যান। সরকারিভাবেও তালবীজ বপনের জন্য বলা হচ্ছে। আমরা বিন্নিবাড়ী, পলাশিয়া, হাতীবান্দা ও খুজিউড়া গ্রামের সব সড়কের পাশে পর্যায়ক্রমে তালবীজ বপন করব।

সর্বশেষ খবর