শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

স্কুল মাঠ দখলের প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল মাঠ দখলের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। উপজেলার দক্ষিণ মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।

অভিযোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি দাবি করে বিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে বাঁশের বেড়া দিয়ে স্থানীয় ঝুমা আক্তার, তার ভাই সোহরাব উদ্দিন ও বোনেরা দখলে নেন। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। মাঠ দখলের বিষয়টি স্বীকার করেন সোহরাব উদ্দিন। তিনি বলেন, যে জায়গাটিকে বিদ্যালয়ের খেলার মাঠ বলা হচ্ছে, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। এটি নিয়ে তারা আদালতে মামলা করেছিলেন। আদালত অমান্য করার বিষয়ে বলেন, তাদের জায়গা তারা যা ইচ্ছা করবেন। কলমাকান্দার ইউএনও শহিদুল ইসলাম বলেন, মৌখিকভাবে মাঠ দখলের অভিযোগ পেয়েছি। সরেজমিন দেখে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর