বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

লোকালয়ে ১০ ফুট অজগর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

১৪ দিনের ব্যবধানে লোকালয় থেকে উদ্ধার হলো ১০ ফুট লম্বা আরও একটি অজগর। জালে প্যাঁচানো অবস্থায় গতকাল সকালে পাথরঘাটা পৌরসভার ভাবলাতলা থেকে সাপটি উদ্ধার করে পাথরঘাটা বন বিভাগ। এর আগে ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জালে আটকা পড়েছিল একটি সাপ। ফারুক হোসেন নামে একজন বলেন, আমার স্ত্রী বাড়িতে গতকাল সকালে সাপটি জালে প্যাঁচানো অবস্থায় দেখেন। প্রতিবেশীদের জানালে তারা বন বিভাগে খবর দেন। স্থানীয় মনির বলেন, হঠাৎ লোকালয়ে একের পর এক সাপ উদ্ধার হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বন বিভাগ কর্মী জহির হোসেন বলেন, অজগরটি উদ্ধার করে পাথরঘাটার একটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে লোকালয় সাপের আনাগোনা বাড়ছে।

সর্বশেষ খবর