বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বেড়েছে পিঁয়াজ আমদানি কমেছে দাম

দিনাজপুর প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজায় বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিঁয়াজ আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। আগে দিনে ৯-১০ ট্রাক পিঁয়াজ আমদানি হলেও এখন বেড়ে হচ্ছে ১৬-২৬ ট্রাক। আমদানি বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।

হিলির খুচরা বাজারে গতকাল দেখা যায়, দুই দিন আগেও আমদানি পিঁয়াজ মানভেদে ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হতো। কেজিপ্রতি ৫-১০ টাকা কমিয়ে গতকাল বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকায়। আর দেশি পিঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, সম্প্রতি ভারতের বাজারে পিঁয়াজ সরবরাহ বেড়েছে। ১৩ সেপ্টেম্বর পিঁয়াজ রপ্তানিতে শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ ও রপ্তানিমূল্য প্রতি টন ৫৫০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এরপর থেকে হিলি দিয়ে শুরু হয় পিঁয়াজ আমদানি। হিলি বাজারের খুচরা পিঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, কিছুটা কম দামে পিঁয়াজ কিনে কম দামেই বিক্রি করছি। স্থলবন্দর দিয়ে প্রচুর পিঁয়াজ আসছে। দামও কমেছে।

সর্বশেষ খবর