বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

কর্মীদের বেতন কেটে রাখায় মানবেতর জীবনযাপন

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের কাজ নেই, মজুরি নেই (কানামনা) চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তাদের মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে। বিগত সরকারের সময়ে বন্ধ করে দেওয়া রংপুর চিনিকল পুনরায় চালু করা ও বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন। চিনিকল প্রাঙ্গণে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। ছাত্র নেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার প্রমুখ।

 

সর্বশেষ খবর