বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বালুমহালে হামলা চাঁদা না পেয়ে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে বালুমহালে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ইজারাদার রহমত আলী মোল্লা। এতে ভেকু মেশিনের ড্রাইভার মোতাহার হোসেন ও বালু পয়েন্টের ম্যানেজার মামুনুর রশিদ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আত্রাই নদীর উজান অংশের পার-কালিকাপুরে।

এ ঘটনায় ইজারাদার রহমত আলী মোল্লা বাদী হয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের কছির চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী, কাঞ্চন গ্রামের অবের আলীর ছেলে সামছুল ইসলাম, সূর্যনারায়ণপুর গ্রামের খুদুর ছেলে ফিরোজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত শহিদুল চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘বালুমহালে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে শুনেছি। তাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সর্বশেষ খবর