শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

পানিতে দাঁড়িয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পানিতে দাঁড়িয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ দাবি

প্লাকার্ড হাতে কোমর পানিতে ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ। কলাপাড়ার ছবি -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অমাবস্যা-পূর্ণিমায় জোয়ারের পানিতে তলিয়ে থাকে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। এমন অবস্থায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের প্রায় আড়াই শ পরিবারের। তাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। মানবেতর জীবনযাপন করছে এসব পরিবার। তাই এসব থেকে মুক্তি পেতে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে গতকাল নদীর পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। কোমর পানির মধ্যে বিভিন্ন লেখা প্লেকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে ওই গ্রামের নরী-পুরুষরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- আমিনুল ইসলাম ফকু, আবদুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা এবং মেহেদী হাসানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তাদের এ অসহনীয় দুর্ভোগ থেকে বাঁচানো হোক। তাই স্লুইসগেটসহ বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাই।

সর্বশেষ খবর