শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
দীর্ঘ যানজট, যাত্রী ভোগান্তি

মহাসড়ক অবরোধ গ্যাস দাবিতে

নরসিংদী প্রতিনিধি

মহাসড়ক অবরোধ গ্যাস দাবিতে

নরসিংদীতে গ্যাসের দাবিতে মহাসড়কে পরিবহন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীর সিএনজি পাম্পগুলো থেকে অবৈধভাবে শিল্পকারখানায় গ্যাস বিক্রি বন্ধ ও সাধারণ যানবাহনে ২৪ ঘণ্টা সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। নরসিংদীর রেন্ট এ কার ব্যবসায়ী মাইক্রোবাস এবং সিএনজিচালিত অটোরিকশা চালকরা গতকাল মহসড়কের শাহেপ্রতাব মোড়ে অবরোধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ সময় সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ ও সেনা সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন দরে নরসিংদীর পাম্পগুলো অতিরিক্ত মুনাফার আশায় প্রাইভেট যানবাহনে গ্যাস না দিয়ে শিল্প কারখানার বড় বড় কনিটনারে গ্যাস দিচ্ছে। ফলে ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার, যাত্রীবাহীবাসসহ অন্য যানবাহন গ্যাস পাচ্ছে না। তারা যাত্রী বা রোগী নিয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন। নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম মামুনুর রহমান বলেন, সিএনজি পাম্পগুলো থেকে কারখানায় গ্যাস দেওয়ার বিধান আছে কি না বিষয়টি এখনো পরিষ্কার নয়। আমরা আইনগুলো খতিয়ে দেখছি।

 

সর্বশেষ খবর