শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিতর্ক প্রতিযোগিতায় শহীদদের স্মরণ বসুন্ধরা শুভসংঘের

গাইবান্ধা প্রতিনিধি

বিতর্ক প্রতিযোগিতায় শহীদদের স্মরণ বসুন্ধরা শুভসংঘের

গাইবান্ধায় শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা -বাংলাদেশ প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে ‘যুক্তির সৌন্দর্যে বাঁধি সৌহার্দ্যরে সেতু’ স্লোগানে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবাণী সংসদ মিলনায়তনে গতকাল এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সরকারি কলেজের চারটি দলে তিনজন করে ১২ জন শিক্ষার্থী অংশ নেন। ভিন্ন ভিন্ন বিষয়ে প্রথমে লিগ এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে হয় সেমিফাইনাল। পরে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, বই, বসুন্ধরা শুভসংঘের সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ পর্বে শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রিপন চৌধুরী, কাওসার রহমান রোমেল, তানহা তাসফিয়া পূর্ণতা প্রমুখ।

সর্বশেষ খবর