মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন ডাক্তার-কর্মচারীরা। গতকাল সকাল ৯টায় কর্মবিরতি শুরু করেন তারা। বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে মানববন্ধন হয়। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ভিতরে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বহু রোগী এদিন বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য এসে ফিরে যেতে বাধ্য হন। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, ডাক্তারদের ওপর হামলায় জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধু জরুরি বিভাগ ও আন্তবিভাগে সেবা চালু থাকবে। ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য, জরুরি বিভাগে গত বুধবার চিকিৎসকদের ওপর হামলা করে ওষুধ কোম্পানির দুজন প্রতিনিধিসহ পাঁচ-ছয়জন। হামলায় আহত উপসহকারী মেডিকেল অফিসার চন্দন দাস হাসপাতালে চিকিৎসাধীন।