শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে ঢুকে হামলা, কর্মবিরতি চিকিৎসকদের, ভোগান্তিতে রোগী

বাগেরহাট প্রতিনিধি

হাসপাতালে ঢুকে হামলা, কর্মবিরতি চিকিৎসকদের, ভোগান্তিতে রোগী

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ঢুকে চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। উপজেলা হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ রেখে গত বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসক-কর্মচারীরা। হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। চিকিৎসাসেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা জানান, বুধবার দুপুরে স্থানীয় শিমুল শেখ নামে একজনের নেতৃত্বে ২০-২৫ জন হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে ডাক্তার চন্দন দাসকে মারপিট করতে থাকে। আমি এবং জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদের ওপরও চড়াও হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে গালিগালাজ করে। সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, চিকিৎসকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান, চিকিৎসকদের ওপর হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিমুল শেখসহ অন্যরা গা-ঢাকা দেওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর