শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

গ্রীষ্মকালীন বাঁধাকপির ফলন বিপর্যয়

মেহেরপুর প্রতিনিধি

গ্রীষ্মকালীন বাঁধাকপির ফলন বিপর্যয়

অতিরিক্ত বৃষ্টি ও ভ্যাপসা গরমে গ্রীষ্মকালীন বাঁধাকপিতে ব্যাপক ফলন বিপর্যয় হয়েছে। খেতে বৃষ্টির পানি জমে গাছের গোড়ায় ধরেছে পচন। সঙ্গে ছত্রাক ও পোকার আক্রমণে নষ্ট হয়েছে মেহেরপুরের ৮০ ভাগ জমির বাঁধাকপি। চলতি মৌসুমে বিঘাপ্রতি চাষিদের লোকসান গুণতে হচ্ছে ২৫-৩০ হাজার টাকা। চাষিরা জানান, জুলাইয়ের মাঝামাঝি গ্রীষ্মকালীন বাঁধাকপি চারা রোপণ করা হয়। সেপ্টম্বরের শেষ থেকে অক্টোবরের প্রথম দিকে এ কপি তোলা হয় বাজারে। সাধারণত ট্রপিকাল কুইক, ট্রপিক চান, গ্রিন স্টার, রাজাসন জাতের আবাদ হয়। চলতি বছর কপি কাটার ঠিক আগ মুহূর্তে টানা বৃষ্টি ও ভ্যাপসা গরমে খেতে পচন ধরেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মেহেরপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ হয়েছে প্রায় ৭৫০ হেক্টর জমিতে। শোলমারী গ্রামের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বেশির ভাগ কপি পচে খয়েরি রং ধারণ করেছে। পাতা কুকয়ে গেছে। গাছের গোড়ায়ও ধরেছে পচন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ জানান, বৈরী আবহাওয়ার কারণে বাঁধাকপির ফলন বিপর্যয় হয়েছে। দাম বেশি হওয়ায় লোকসান কিছুটা কাটিয়ে ওঠা যাচ্ছে।

সর্বশেষ খবর