শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

আক্রান্ত হওয়ার ভয়ে বাড়ি ছাড়া

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রতিপক্ষের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় নিজেদের জমিতে যেতে পারছেন না আবদুর রশিদ ও তার পরিবার। বিষয়টি নিয়ে দোরে দোরে ঘুরেও প্রতিকার পাননি রশিদ। অবশেষে আদালতে মামলা করেছেন। জানা যায়, মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের জহির উদ্দিনের ছেলে দিনমজুর রশিদ একই এলাকার শাহনেওয়াজের কাছ থেকে সাত শতক জমি সাব কবলা মূলে কেনেন। ২০২৩ সালের ১ জানুয়ারি ওই জমি ভোগদখলে গেলে রশিদ ও তার পরিবারের ওপর হামলা চালায় সালাম এবং আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে রশিদ আইনের আশ্রয় নিতে চাইলে স্থানীয়রা মীমাংসার কথা বলে কালক্ষেপণ করেন। উপায় না পেয়ে ১৭ সেপ্টেম্বর রশিদ বাদী হয়ে আদালতে মামলা করেন। আসামিরা হলেন- আবদুস সালাম, মোস্তফা, নুরনবী, জাহিদুল ইসলাম ঠান্ডু, জাকির হোসেন, আবদুল আওয়াল ও ফজলুল হক। আবদুর রশিদ বলেন, জমিতে যেতে পারছি না। পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে কষ্টে আছি। তারা এখনো হুমকি দেয়। অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি। মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান জানান, তিনি নতুন যোগাদান করেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর