শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বগুড়ায় কমছে না ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বাজারে কমছে না ডিমের দাম। বৃষ্টির কারণে ঊর্ধ্বমুখী কাঁচা সবজির দামও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। স্বস্তি নেই ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, তাপ আর গরমে ডিমের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বেড়েছে সবজির দামও।

বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী, কলোনি, খান্দার, গোদারপাড়া ও বকশীবাজার ঘুরে গতকাল দেখা যায়, খুচরা পর্যায়ে মুরগির লাল ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫২ টাকা। হাঁসের ডিম ৭০ টাকা ও কোয়েল পাখির ডিম ১২ টাকা হালি বিক্রি হচ্ছে। 

বগুড়া শহরের রাজাবাজার এলাকার ডিম ব্যবসায়ী নূর আলম জানান, গত কয়েক দিনের তাপ আর গরমের কারণে বাজারে ডিমের আমদানি কমেছে। যার ফলে পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া জেলায় চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো ডিম সরবরাহ করছে না। আমাদের বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর