বগুড়ায় গতকাল বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত ও সাতজন আহত হয়েছে। এ ছাড়া বরিশাল ও লক্ষ্মীপুরে দুই জেলের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউপির জয়লা আলাদী মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার জয়লা আলাদী গ্রামের মোলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম (১৪) এবং চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে মোরছালিন (১৩)। আহতরা হলো- জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২), সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)। এলাকাবাসী জানায়, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বালু ও মাটির স্তূপের ওপর দুপুরে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত ও সাতজন আহত হয়। আহতদের উদ্ধার পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
বরিশাল : মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলে নিহত হয়েছেন। ভোর রাতে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে কবির মাঝি (৩৫) মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। প্রতিবেশী সাবেক ইউপি সদস্য জসিম সরদার জানান, মেঘনা নদীতে জাল ফেলে কবির মাঝিসহ জেলেরা। সকালে জাল উঠানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর : রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খবির নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মেঘনা নদীর বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি।