শিরোনাম
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য

শেষ মুহূর্তে বগুড়ায় প্রতিমার গায়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে সৌন্দর্য। মন্ডপে মন্ডপে দুর্গা প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তাদের দম ফেলার সময় নেই। বগুড়া পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী জেলার ১২টি উপজেলায় এবার ৬২৮টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে নেওয়া হয়েছে সব প্রস্তুতি।  ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবে আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে। এ বছর দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে এবং গমন করবেন গঁজ বা হাতিতে। বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, পৌর এলাকায় এবার ৭৩টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে। বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা জানান, মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ছাড়াও প্রতিটি মন্ডপে পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। থাকবে গোয়েন্দা নজরদারিও। নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। টহল দেবেন সেনা সদস্যরাও।

সর্বশেষ খবর