সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
ত্বকী হত্যা মামলা

এক আসামি সাত দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহা বিথী সাত দিন মঞ্জুর করেন। র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দিতে হত্যাকান্ডে গ্রেপ্তার মামুনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। দীর্ঘদিন সে ঢাকায় আত্মগোপনে ছিল। ১ অক্টোবর ভোররাতে তাবলিগ জামাতের ছদ্মবেশে ঢাকা হতে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস হতে আসামিকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর