মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

গর্তে ভরা সড়কে ভোগান্তি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

গর্তে ভরা সড়কে ভোগান্তি

দাউদকান্দি উপজেলার পেন্নাই চক্রতলা-পীতাম্বরদি সড়কের কাটারাপাড়া ও ওঝারখোলা অংশে পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা মৌসুমে গর্তে জমে থাকে বৃষ্টির পানি। তখন এ সড়কে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন পাঁচ ইউনিয়নের ২৫ গ্রামের মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় এ সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন এলাকাবাসী। বিশেষ করে কাটারাপাড়া, ওঝারখোলা, চক্রতলা, চশই, পালপাড়া, ধনেশ্বর, পীতাম্বরদি, গোপালপুর, বকচর, কামারপাড়া, নন্দীখোলা, মধুপুর, বিটেশ্বর, চিনামুড়া, তুষপুর, ঘোনা, লাকশিবপুর, কাচিয়ারা, ভরণপাড়ার মানুষের যাতায়াতের ভরসা এ সড়ক। ওঝারখোলা গ্রামের শাহ আলম জানান, দুই বছর ধরে সড়কটি নাজুক অবস্থায় থাকলেও সংস্কারে উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। কাটারাপাড়ার শাহাবুদ্দিন বলেন, সড়কটির বেহালদশা যেন দেখার কেউ নেই। কাটারাপাড়ায় গিয়ে দেখা যায়, প্রায় ১৫০ ফুট অংশে অসংখ্য গর্ত। বৃষ্টির পানি গর্তে জমে পরিণত হয়েছে ছোট ডোবায়। দুই জায়গায় দেবেও গেছে। ঝুঁকি নিয়ে চলছে পিকআপ, ট্রাক্টর, অটোরিকশা, রিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন যান। গর্তে কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা গেছে। প্রকৌশলীর কার্যালয়সূত্রে জানা যায়, ২০২২ সালের অক্টোবরে সড়কটির কাটারাপাড়া মসজিদ অংশে সংস্কার হয়। স্থানীয়রা জানান, সংস্কারের ছয় মাসের মধ্যেই ইট, খোয়া, বালু উঠে যায়। উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সড়কের এ অংশ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে তালিকা পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর