বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা ও দোয়ার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। মহানগর ছাত্রশিবির সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। আলোচনা শেষে আবরার ফাহাদসহ জুলাই বিপ্লবের সব শহীদ এবং তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। ইয়াছিন আরাফাত বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় শিবির ট্যাগ দিয়ে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের রাতভর নির্যাতনে শহীদ হন আবরার ফাহাদ। দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে আমাদের এ জাতিকে নিঃশেষ করা হয়েছে। ফলে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী চেতনা ক্রমশ বেড়েছে এবং নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারই বহির্প্রকাশ আজকের নতুন বাংলাদেশ।