বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শীতলক্ষ্যার গর্ভে সড়ক

অর্ধেক নদীতে, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, যে কোনো সময় বন্ধের শঙ্কা

গাজীপুর প্রতিনিধি

শীতলক্ষ্যার গর্ভে সড়ক

কয়েক দিনের প্রবল বর্ষণে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে তীরঘেঁষা রানিগঞ্জ-তারাগঞ্জ-নরসিংদী সড়কের বেশকিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট মুচিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। সড়কটির প্রায় অর্ধেকটাই ধসে নদীতে চলে যাওয়ায় এখান দিয়ে বিভিন্ন ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। খুব দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন দেখা যায়, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানিগঞ্জ বাজার থেকে তারাগঞ্জ বাজার হয়ে চরসিন্দুর সেতু পর্যন্ত ১২ ফুট প্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশ শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষে নির্মাণ করা হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন কাপাসিয়া ও শ্রীপুর থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা এবং সিলেট অঞ্চলের শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। রানিগঞ্জ বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ঘিঘাট মুচিবাড়ি এলাকায় সম্প্রতি প্রবল বর্ষণে সড়কের কিছু অংশ ধসে নদীতে চলে যায়। পিচ ঢালাই করা এ সড়কটির প্রায় অর্ধেকটাই ধসে নদীতে চলে গেছে। ফলে যানবাহনগুলো বেশ সতর্কতার সঙ্গে চলাচল করছে। এ সড়কটি অপরিচিত যানবাহন চালকদের জন্য রাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ। কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার প্রয়োজন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) দ্রুত সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মো. মাঈনউদ্দিন জানান, অত্যন্ত ব্যস্ততম এ সড়ক। স্থানীয় লোকজনের সহায়তায় অস্থায়ী বাঁধ দিয়ে সড়কটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরাদ্দ পাওয়ার পর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর