বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ছাত্রদল নেতা হত্যা, নয় বছর পর মামলা হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে

আসামি আরও পাঁচ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় নয় বছর আগে ছাত্রদল নেতা কবির হোসেন রনিকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, পুলিশের পাঁচ কর্মকর্তাসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীকে। বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গতকাল মামলা করেছেন রনির ছেলে আশিকুর রহমান আসিফ। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোখলেচুর রহমান মামলাটি এজাহার হিসেবে রুজু করার জন্য আগৈলঝাড়ার ওসিকে নির্দেশ দিয়েছেন। আবুল হাসানাত ছাড়া অন্য আসামির মধ্যে রয়েছেন- আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি হুমায়ন কবির, সাবেক অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, বরিশালের সাবেক পুলিশ সুপার মো. এহসানউল্যাহ, সাবেক সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, আগৈলঝাড়া থানার সাবেক ওসি মনিরুল ইসলাম। বাদীর আইনজীবী জাহিদুল ইসলাম পান্না জানান, বাদীর বাবা কবির হোসেন রনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আসামিরা প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। আওয়ামী লীগ নেতা-কর্মীর প্ররোচনায় পুলিশ কর্মকর্তারা ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রনিকে গ্রেপ্তার করেন ঢাকার নবীনগর থেকে। নেতা অমানুষিক নির্যাতন করা হয়। এক সপ্তাহ পর ২১ ফেব্রুয়ারি গভীর রাতে আগৈলঝাড়ার বাইপাস সেতুর পাশে রনিকে গুলি করে হত্যার পর আসামিরা ক্রসফায়ার বলে চালিয়ে দেন। আসামিদের ভয়ে তখন মামলা করতে সাহস পায়নি নিহতের স্বজনরা।

সর্বশেষ খবর