বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শ্রম পরিচালকের অপসারণ দাবিতে কার্যলয় ঘেরাও

৬ ঘণ্টা আটকে ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-যশোর অঞ্চলে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, বকেয়া পরিশোধ ও বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের অপসারণের দাবিতে খুলনায় শ্রম দপ্তর বিভাগীয় কার্যালয় ঘেরাও করেন খুলনা-যশোর আঞ্চলিক কারখানা কমিটির নেতা-কর্মীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শ্রমিকরা খুলনায় শ্রম দপ্তর বিভাগীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। শ্রমিকরা জানান, বিগত সরকার রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় হাজার হাজার শ্রমিক পরিবার বেকার হয়ে পড়েন। এক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে বিভাগীয় শ্রম পরিচালকের কোনো ভূমিকা ছিল না। উপরন্তু পাটকলগুলো পুনরায় চালু ও বকেয়া বেতনের জন্য তার কাছে গেলে তিনি জীবননাশের হুমকি দেন। শ্রমিকরা অভিযোগ করেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিশেষ আস্থাভাজন মিজানুর রহমান বছরের পর বছর ধরে খুলনায় অবস্থান করায় স্বৈরাচারী পরিচালকের মতো আচরণ করেছেন। সাবেক সরকারের আমলে তিনি ১৫ জনকে ডিঙ্গিয়ে পরিচালক হয়েছেন। শ্রম কর্মকর্তা গণেশ চন্দ্র বসু জানান, শ্রমিকদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর বিকাল ৫টার দিকে তারা অফিস ত্যাগ করেন। মিজানুর রহমান বলেন, তিনি দুই দিনের ছুটিতে আছেন। শ্রমিকদের পাওনা আদায়ে তিনি ধারাবাহিক পদক্ষেপ নিয়েছেন। একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করছে।

সর্বশেষ খবর