বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ২৪ দিন

রাঙামাটি প্রতিনিধি

টানা ২৪ দিন পার্বত্যাঞ্চলে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। গতকাল সকাল ৬টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। গণমাধ্যমকে দেওয়া বিশেষ প্রজ্ঞাপনে তিন জেলার জেলা প্রশাসকরা এ তথ্য জানান। রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, অনিবার্য কারণে রাঙামাটিতে ৮-৩১ অক্টোবর দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করা যাবে না। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনার পর উদ্বেগ উৎকণ্ঠা থাকায় পর্যটকদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা পার্বত্য অন্য দুই জেলার জন্য কার্যকর থাকবে। উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-বাঙালি সহিংস ঘটনার পর উৎকণ্ঠা বিরাজ করছে পাহাড়ে। শান্তি বজায় রাখার জন্য তিন  পার্বত্য জেলায় মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও এপিবিএন।

সর্বশেষ খবর