কুমিল্লার মুরাদনগরে বাড়তি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাত প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে গতকাল অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মেসার্স গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজ, তাসপিয়া বাণিজ্যালয়, কাউসার এন্টারপ্রাইজ, মেসার্স হাবিব এন্টারপ্রাইজ, আলমগীরের সবজির আড়ত, নজরুলের মাংসের দোকান ও আল মদিনা খাসির মাংসের দোকান। কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে।