শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
ভারতের প্রধানমন্ত্রীর উপহার

চুরি হওয়া প্রতিমার মাথার সোনার মুকুট উদ্ধার হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি

চুরি হওয়া প্রতিমার মাথার সোনার মুকুট উদ্ধার হয়নি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে চুরি হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার প্রতিমার মাথার সোনার মুকুট উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরা ফুটেজে এক যুবককে মুকুট নিয়ে যেতে দেখা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে মাত্র তিন মিনিটে (২টা ৪৭ থেকে ২টা ৫০) এ চুরির ঘটনা ঘটে বলে দাবি মন্দির কমিটির।

সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউওয়েলে যাই। সেখান থেকে ১-২ মিনিট পর এসে দেখি মায়ের মাথার মুকুটটি নাই। পরে মন্দিরে থাকা সবাইকে জানাই।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী শ্যামনগরে ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে এসে উপহারস্বরূপ প্রতিমার মাথায় সোনার মুকুট পরিয়ে দেন। মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট বৃহস্পতিবার দুপুরে নিয়ে যায় চোরেরা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজের যুবককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর