শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক

কুমিল্লা প্রতিনিধি

স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটার সড়ক

দেবিদ্বারে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ কাজ -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রাম থেকে দেবিদ্বার উপজেলা সদরে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা। সড়কে চলাচলে গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। এ অবস্থায় রাস্তাটি সংস্কারে এগিয়ে এলেন এলাহাবাদ গ্রামের তরুণ স্বেচ্ছাসেবীরা। তাদের দেখে এ কাজে যোগ দেন অন্যরাও। ২ লাখ টাকার ভাঙা ইট, ৫০ হাজার টাকার বালি নিয়ে দেড় শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রম। অর্ধদিনেই চলার উপযোগী হয় সড়কটি। গতকাল সকালে দেখা যায়, ভাঙা সড়কে বিভিন্ন বয়সের দেড় শতাধিক মানুষ কাজ করছেন। কেউ ট্রাক্টর থেকে নামাচ্ছে ভাঙা ইট-বালু। কেউ সড়কের গর্তগুলোতে বসাচ্ছেন ভাঙা ইট। হাতুড়ি দিয়ে কেউ কেউ ভাঙছেন আস্ত ইট। স্বেচ্ছাসেবীদের কাজ শেষ হলে ইঞ্জিনচালিত রোলার এসে সমান করে দিচ্ছেন সড়ক। এ উদ্যোগ নেন এলাহাবাদ গ্রামের ডা. কামরুল হাসান মুন্সি। তিনি বলেন, সড়কটি দীর্ঘদিন চলাচলের উপযোগী ছিল না। এলাহাবাদ সমাজসেবা সংগঠনের সদস্য, গ্রামবাসী ও আমাদের গ্রামের প্রবাসী ভাইদের সহযোগিতায় সড়কটি সংস্কার করেছি। দেড় শতাধিক লোক স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এলাহাবাদ বাজার থেকে ধামতীর সিমারকান্দা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আজ সংস্কর হয়েছে। এটি প্রশংসনীয় উদ্যোগ।

সর্বশেষ খবর