বিবাহিত জীবন সুখের এবং মধুর হয় এমন ধারণা নিয়ে ১৭ মাস আগে সংসার জীবন শুরু করেছিলেন দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর গ্রামের স্লুইসগেট এলাকার সোহাগ ইসলাম (২১) নামে এক যুবক। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই সেই রঙিন স্বপ্ন ফ্যাকাসে হতে শুরু করে। কারণে-অকারণে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। কলহ চরম আকার ধারণ করে আদালত পর্যন্ত গড়ায়। শেষে গত ২০ এপ্রিল দুই পরিবারের সমঝোতায় আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে সংসার জীবনের অবসান ঘটে এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি লাভ করে সোহাগ। পরে রবিবার বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষে বাড়িতে ফিরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন সোহাগ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গোসল করার ভিডিও ছড়িয়ে পড়েছে।