বাঞ্ছারামপুরের ভুরভুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুরভুরিয়া পশ্চিম পাড়ায় গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও গতকাল জানাজানি হয়। আশঙ্কাজনক অবস্থায় ফেরদৌসীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় ফেরদৌসীর স্বামী রফিকুল ইসলাম বাঞ্ছারামপুর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ফেরদৌসীর সঙ্গে জমি নিয়ে স্থানীয় রিপন মিয়ার বিরোধ রয়েছে। এ নিয়ে সালিশও হয়েছে। সালিশের সিদ্ধান্ত না মেনে রিপনের স্ত্রী শামসুন নাহার ও তার পরিবার বিরোধীয় জমি দখল করতে আসেন। এতে বাধা দেয় রফিকুলের পরিবার। এর জেরে মঙ্গলবার বাড়িতে একা পেয়ে ফেরদৌসীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।