লালমনিরহাটের পাটগ্রামে ২১ এপ্রিল বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে বন্ধ রয়েছে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে নিয়মিত চলাচলকারী চারজোড়া ট্রেন। গতকাল ষষ্ঠ দিনের মতো চলে এ অবরোধ। এদিকে রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে বুড়িমারী, পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ থেকে লালমনিরহাট-পার্বতীপুর-সান্তাহার যাতায়াতকারীদের। গতকাল সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারীর বাসিন্দা আলী আকবর (৫৫) বলেন, ছয় দিন ধরে বন্ধ ট্রেন। শুনেছিলাম সকাল থেকে চালু হতে পারে সে ট্রেন কিন্তু বুড়িমারী থেকে কোনো ট্রেন আসেনি। বুড়িমারীসহ জেলার কয়েকটি উপজেলার প্রধান যাতায়াত মাধ্যম ট্রেন। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে, মন্তব্য করেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী হাসিবুল। বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা জানান, বহুল প্রতিক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেন গত বছরের ১২ মার্চ চলাচল শুরু করে। নাম বুড়িমারী এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলছে। আর বুড়িমারী থেকে লালমনিরহাট পর্যন্ত একটি সাটল ট্রেন দিয়েছে এক্সপ্রেসের পরিবর্তে। আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর পর থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবি জানিয়ে তিন দফা অবরোধ, অবস্থান, মানববন্ধন করে। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। বাস্তবে তা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায়। হাতীবান্ধা ও পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধকারীরা আলটিমেটাম দিয়ে বলেন, সোমবারের আগে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষ গ্রহণ না করলে রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করা হবে। পাটগ্রাম ইউএনও জিল্লুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অবরোধকারীদের দাবিসহ বর্তমান পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
শিরোনাম
- এনসিপির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে যা বললেন উমামা ফাতেমা
- সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে : আলী রীয়াজ
- তীব্র গরমে ত্বক ভালো রাখবেন যেভাবে
- হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবলো অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান
- নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
- ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে
- ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদের ‘আবির গুলাল’
- বুমরাহকে নিয়ে রবি শাস্ত্রীর পরামর্শ
- আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
- দুই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্প ‘আমার বস’
- সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন আনুশকা
- দোষারোপ মানতে পারছেন না আফ্রিদি
- গাজায় হামলার শিকার ৬৫ শতাংশই নারী-শিশু ও বৃদ্ধ
- হ্যাটট্রিক করতে না পারা নিয়ে যা বললেন তাইজুল
- জুনেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি?
- জাতীয়তাবাদের উপহার সবাই মিলে এক জাতি
- সাকিবের আরও কাছে তাইজুল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ এপ্রিল)
- বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’
- সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত
ট্রেন বন্ধ, ভোগান্তি চরমে
বুড়িমারী-লালমনিরহাট
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর