‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা, তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের জন্য সর্বস্তরে তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম