২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৩

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর’-স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান।  

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও  পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ।
 


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর