৭ অক্টোবর, ২০১৯ ১৪:৪৫
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

বরিশালে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বরিশালে শুরু হয়েছে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা। ‘জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার’ স্লোগান নিয়ে সোমবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে এবং ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহায়তায় সার্কিট হাউজ চত্বরে আয়োজিত র‌্যালির উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

পরে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু অধিকার সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর