শিরোনাম
২৪ নভেম্বর, ২০১৯ ১৪:০০

কবিতার উচ্চারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কবিতার উচ্চারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ

কবিতার উচ্চারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ জানালো বগুড়ার আবৃত্তি সংগঠনগুলো। শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে “বহুস্বরিক” শিরানামে প্রথম পর্বের আয়োজনে বগুড়ার তিনটি আবৃত্তি সংগঠনের ৬ জন শিল্পী কবিতা আবৃত্তি করেন।

কণ্ঠসাধন আবৃত্তি সংসদ, বিহঙ্গ আবৃত্তি পরিষদ এবং দৃষ্টি বগুড়া জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে আবৃত্তি করেন শরীফ মজুমদার,  সৈয়দ তাহ্সীন কবির, শ্রাবনী সুলতানা, রাকিব জুয়েল, ফজলে রাব্বী এবং মশিউর রহমান।

বহুস্বরিকের আবৃত্তি অনুষ্ঠান শেষে শুভেচ্ছাকথনে অংশ নেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য রফিকুদ্দৌলা রাব্বি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাদেকুর রহমান সুজন, জিয়াউল হক বাবলা, শিক্ষাবিদ শাহজাহান সাকিদার, প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন গুণিজন মৃণাল কান্তি সাহা।

আয়োজকরা জানান, জেলার আবৃত্তি সংগঠনগুলোর সমন্বয়ে  নিয়মিত সমসায়িক বিভিন্ন বিষয় ভিত্তিক অনুষ্ঠান পরিবেশন করতেই ‘বহুস্বরিক’ এর আবির্ভাব।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর