শিরোনাম
৩০ নভেম্বর, ২০১৯ ১৯:৪৩

নেত্রকোনায় নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ কোর্স

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ কোর্স

জাতীয় নজরুল সম্মেলনের মাধ্যমে নেত্রকোনায় হয়ে গেলো ৫ দিনব্যাপি শুদ্ধ বাণী ও স্বরে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা। জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১০ উপজেলার মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ কোর্স-এর প্রশিক্ষণ করান শহীদ কবির পলাশ ও শহীদুল ইসলাম খান। তবলায় সহযোগিতা করছেন মো. আবুল হোসেন। সকলেই নজরুল ইনস্টিটিউটের শিক্ষক। গত ২৬ তারিখ থেকে শুরু হয় এ প্রশিক্ষণ কর্মশালা। সঠিক সুরে নজরুল সংগীত চর্চাই এ কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। 

নজরুল সংগীতকে যে যার মতো করে অনেকেই বিকৃত সুরে গাইছেন। সেজন্য সঠিক স্বরলিপির মাধ্যমে সঠিকভাবে গাওয়া এবং শেখানোতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর