১৯ ডিসেম্বর, ২০১৯ ০৩:৪৪

কুষ্টিয়ায় বসুন্ধরা সিমেন্টের “আমার বাড়ি, আমার নিরাপত্তা” কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বসুন্ধরা সিমেন্টের “আমার বাড়ি, আমার নিরাপত্তা” কর্মশালা

স্থাপনা নির্মাণে সচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ায় “আমার বাড়ি, আমার নিরাপত্তা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনা তথা বসতবাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পসহ দেশের বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়ার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ, বসুন্ধরা সিমেন্টের সাউথ উইংয়ের এজিএম জিয়ারুল ইসলাম, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ফাংশন) সাইফুল ইসলাম রুবেল, খুলনা ডিভিশনের ডিএসআই হাফিজুর রহমান, টেকনিক্যাল সাপোর্ট সেক্টরের ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন, মাহাবুবুর রহমান, আবুল হাসান, কুষ্টিয়া এরিয়ার এএসএম জাফরুল ইসলামসহ বসুন্ধরা সিমেন্টের অনান্য কর্মকর্তারা।

কর্মশালায় স্থানীয় ১০০ জন বাড়িওয়ালা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর